জামিয়া প্রধানের বাণী মুফতি লুৎফুর রহমান খান
ইসলাম প্রিয় তাওহীদী ভাই-বোনেরা!
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্ল
জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইমামবাড়ী, বাংলাদেশের অন্যতম একটি ইসলামী শিক্ষাকেন্দ্র। প্রতিষ্ঠানটি ১৯৪৪ ইং সনে প্রতিষ্ঠা লাভ করে। এ যাবত অত্র জামিয়া মুসলিম সমাজে পবিত্র কুরআন-হাদীছের আলো বিস্তার, ইসলামী তাহযীব-তামাদ্দুনের ব্যাপক প্রচার এবং পরিবশকে কুসংস্কারমুক্ত করার সক্রিয় পদক্ষেপ নিয়ে জাতির দিক নির্দেশনার দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে।
অত্র জামিয়ায় ধর্মীয় শিক্ষাদানের সাথে সাথে ছাত্রবৃন্দকে কর্মঠ করে তোলার উদ্দেশ্যে বিভিন্ন হস্তশিল্প ও কারিগরী বিদ্যার প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। প্রতি বছর জামিয়া থেকে শিক্ষা লাভ করে বিরাট সংখ্যক ছাত্রবৃন্দ মুবাল্লিগ, ইসলামী চিন্তাবিদ, আরবী সাহিত্যিক, ক্বারী ও হাফিযে কুরআন দেশ ও জাতির ব্যাপক দ্বীনি খিদমতে আত্মনিয়োগ করেন। প্রাথমিক স্তর থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত রয়েছে।
এতে শিক্ষারত রয়েছে ৮০০ ছাত্র_ছাত্রী । তদুপরি প্রতি বছর রমযানের ছুটিতে জামিয়ায় আরবী সাহিত্য, নাহু-ছরফ(আরবি ব্যাকরণ), ফারায়েয, তাজবীদ, হিফজুল কুরআন এর উপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এতিমও রয়েছে। এ সকল ছাত্রদেরকে বিনা বেতনে শিক্ষাদান এবং বাসস্থান, বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যবস্থা করা হয় জামিয়ার পক্ষ থেকেই। তদুপরি সকলের যাবতীয় পাঠ্যপুস্তক জামিয়ার পক্ষ থেকে প্রদান করা হয়। জামিয়ার ৮০০ এর উর্দ্বে ছাত্রবৃন্দ হতে প্রায় ১০০ জন ছাত্রকে জামিয়ার পক্ষ থেকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হয় এবং এতিমসহ বিরাট সংখ্যক ছাত্রের পোশাক-আশাক ও চিকিৎসা তথা সকল প্রকার ভরণ-পোষনের দায়িত্ব অত্র জামিয়া বহন করে থাকে।
জামিয়ার সদকা তহবিল থেকে দরিদ্র ছাত্রদের ভরণ-পোষন ইত্যাদি এবং চাঁদা তহবিল থেকে শিক্ষক ও কর্মচারীদের সম্মানি, নির্মাণ প্রভৃতির ব্যয়ভার বহন করা হয়। এবং এ যাবত জামিয়া মুসলিম ভাই-বোনদের সার্বিক সহযোগিতার মাধ্যমেই ক্রমোন্নতি ও বিশেষ অগ্রগতির পথে চলেছে।
অতএব, মুসলিম ভাই-বোনদের প্রতি একান্ত আবেদন যে, আপনারা অত্র এতিহ্যবাহী জামিয়ার জন্য দু‘আ-য়ে-খাইর ও সার্বিক সাহায্য-সহযোগিতা দানে তাওহীদ ও রিসালাতের অমীয় বাণী প্রচার-প্রসার ও সমাজ সংস্কারের ক্ষেত্রে জামিয়ার শক্তি বৃদ্ধি করবেন।
মহান রব্বে কারীম আমাদের সকলের সহায় হোন। আমীন