ভর্তি তথ্য

জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইমাম বাড়িতে ভর্তি হবেন যেভাবে
হবিগঞ্জের প্রসিদ্ধ দীনি শিক্ষানিকেতন, আল-জামিয়া আল-ইসলামিয়া আল আরাবিয়া ইমাম বাড়িতে ১৪৪১-১৪৪২হি: শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ৮ই শাওয়াল বুধবার শুরু হয়ে আগামী ১ সপ্তাহ বুধবার পর্যন্ত চলবে, ইনশা আল্লাহ।
ভর্তি ফরম বিতরণ ও জমা:
প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা এবং বিকাল ২:৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত জামিয়ার শিক্ষা বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।ভর্তির সময় যা যা প্রয়োজন:
১৷ ভর্তি ফি:    ( শত ) টাকা। (নূরানী ও মকতব ব্যাতীত)
২৷ পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ২ কপি রঙিন ছবি।
৩৷ জন্মনিবন্ধনের ফটোকপি।
৪। নূরানী বিভাগের ভর্তি ফি: ০০ টাকা
৫। মকতবের ভর্তি ফি: ০০ টাকা
ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য:
১৷ নতুনদের মধ্য হতে যারা বেফাকুল  মাদারিস বাংলাদেশ” বা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড হবিগঞ্জ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত মারকাযি (কেন্দ্রীয়) পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাদেরকে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২৷ প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে নির্বাচিত যে কোন একটি কিতাবের পরীক্ষা নেয়া হবে।
৩৷ ভর্তি পরীক্ষায় কমপক্ষে ৩৩ নম্বর প্রাপ্ত হয়ে ‘মকবুল’ বিভাগে উত্তীর্ণ হতে হবে, নতুবা ভর্তির সুযোগ থাকবেনা।
৪৷ নতুন ছাত্রদের ভর্তি পরীক্ষা বিকাল ২:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। নোটিশ বোর্ডে লিখিত ফরম নম্বর অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা সমাপ্ত করতে হবে।
যেসব বিভাগে ভর্তি কার্যক্রম চলবে:

কিতাব বিভাগ/সাধারণ বিভাগ( শিশু শ্রেণি থেকে জালালাইন জামাত পর্যন্ত ।এছাড়াও রয়েছে-
হিফজ বিভাগ।নাজেরা বিভাগ।নুরাণী বিভাগ।
দিকনির্দেশনা :
পুরাতন ছাত্রদের ক্ষেত্রে যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে তারাক্কী (উন্নিত) দেওয়া হবেনা। পূর্বের শ্রেণীতে পাঠগ্রহণ করতে হবে। ‘মকবুল’ ছাত্ররা নিজ খোরাকী গ্রহণ করে ভর্তি হতে পারবে।

১. ‘মুমতাজ’ ছাত্রদের জন্য এককালিন খোরাকী    টাকা।
২. ‘জায়্যিদ জিদ্দান’-এ উত্তীর্ণ ছাত্রদের জন্য এককালিন খোরাকী  ০০ টাকা।
৩. ‘জায়্যিদ’-এ উত্তীর্ণ ছাত্রদের জন্য এককালিন খোরাকী ০০ টাকা।
৪. ‘মকবুল’-এ উত্তীর্ণ ছাত্ররা জামিয়ার পক্ষ থেকে খোরাকী পাবে না।
৫. হিফজ বিভাগের ছাত্রদের জন্য প্রতি মাসে  ০০ টাকা।
৬. নুরাণী শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ০০ টাকা।