আদর্শ ও চিন্তাধারা

আদর্শ ও চিন্তাধারা

০১. আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ অনুকরণ। ০২. ৪ই মাযহাবকে স্বীকৃতি প্রদান করে হানাফী মাযহাবের অনুসারী।

০৩. দারুল উলুম দেওবন্দের অনুসরণীয় পথ ই কওমি মাদ্রাসার একমাত্র পথ ও আদর্শ।

লক্ষ্য ও উদ্দেশ্য:

০১. দ্বীন ও দ্বীনের ইলম এর প্রচার প্রসার দাওয়াত ও তাবলীগ। ০২. ইসলামের উপর আবর্তিত সকল হামলার যৌক্তিক ও দলিল ভিত্তিক সমুচিত জবাব দেওয়া। ০৩. সমাজের দ্বীনি চাহিদা পূর্ণ করা। ০৪. সমাজ সংস্কারকারি বাতিলের মুকাবিলাকারি, সৎ নিষ্ঠাবান ও যোগ্য লোক গঠন করা।